Sunday, September 22, 2013

ভন্ডের লজ্জা

"লজ্জা শরম তেয়াগি 
জাতিপ্রেম নাম ধারী, প্রচন্ড অন্যায় 
ধর্মেরে ভাসাতে চাহে বলের বন্যায় 
কবিদল চিত্কারিছে জাগাইয়া ভীতি 
শ্মশান কুক্কুদের কাড়াকাড়ি গীতি "-    রবীন্দ্রনাথ 

কলকাতায় বিহারী মুসলমানের লুটতরাজ, খুন খারাবি, আক্রান্ত পুলিশ - ২২ নভেম্বর ২০০৭
রাজ্য সরকারের মামলা প্রত্যাহার - ২২ সেপ্টেম্বর ২০১৩

"যেন রাখি তব মান 
তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান।
অন্যায় যে করে আর, অন্যায় যে সহে 
তব ঘৃনা যেন তারে তৃণসম দহে। "  - রবীন্দ্রনাথ 

নন্দীগ্রামে মুসলমান হত্যা, কলকাতায় দাঙ্গা - ২২ নভেম্বর ২০০৭

তসলিমা নাসরিনকে বাংলাদেশে ফেরতের দাবি 
জামাত ইসলামিদের হাতে তুলে দিতে হবে (হত্যা করতে)

দাঙ্গাবাজদের বিরুদ্ধে সরকারি মামলা প্রত্যাহার - ২২ সেপ্টেম্বর ২০১৩

"চিত্ত যেথা ভয়শুন্য, উচ্চ যেথা শির"  -  রবীন্দ্রনাথ 

ইনসাল্লা...........................
 "আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে" -রবীন্দ্রনাথ 



Monday, September 16, 2013

A Poem

শিলপী সৌমিত্র চট্টোপাধ্যায় কে মনে রেখে -------

ক্ষমো হে রানী 
ক্ষমো এই অধমে 
বাম নই ডান নই 
মধ্যজিবি সামান্য 
শিলপী এক কীটস্য কীট 
নাটকে প্রমোদ বিলাই 
মিশে যাই মানুষের ভীড়ে 

দীন হীন আমি 
গৃহকোণে আশ্রয় 
আমার কাব্যের অচেনা সুর হারিয়ে গিয়েছে 
বাতিল ছেড়া দিস্তা খাতায়  

ক্ষমতাময়ী তুমি 
তোমার ক্যানভাসে মমতায় নজরবন্দী
করেছ কাননে কুসুম কলি 
আর আমার তুলিতে অসুন্দরের আনাগোনা 
জীর্ণ দীর্ণ মানবীর প্রতিচ্ছবি 

অযোগ্য অপাত্র আমি 
পুরস্কার নয় তোমার অসম্মান 
আমার ললাট লিখন II 







  

Thursday, September 5, 2013

The Poem



বিরুদ্ধাচারী 

মিথ্যের বেসাতি ঢেকেছে তার চটকে 
আমাকে শাসন করে রানীমার চাটুকার 
রাতের বিষাক্ত ছোবল প্রেয়সীর নাভিতে 
নীলাভ দেহটি তার নিথর 
কোন  দোষে ?

এমন লোহিত দৃষ্টি আমার দেখনি কোনদিন 

অথবা গায়ে ডোরা কাটা দাগ?
তবু আমি প্রেমিক
মনে রেখো 

আমাকে ধরবে বলে পেতেছ ফাঁদ 

তবু যাবো গলে 
মিশে যাব মাটি হয়ে সমুদ্রে 
কাঁটা হয়ে মিলে যাব জঙ্গলে 
সাবধান !

এবার দেখি এসো 

কোন প্রলোভন টোপ দিয়ে তুমি 
মুছে দাও জঙ্গল 
শুষে নাও সমুদ্র ?

এর চেয়ে বেচেমরে থেকো তুমি 

শৃগালের ঘেরাটোপে 
জেনো  নজর রেখেছি আমি উর্ধাকাশ থেকে  
শকুনের কুদৃষ্টি দিয়ে
শুধু  তোমাকে তোমাকে ।
                                                                               শেখর রায় 
                                                                               ৫ সেপ্টেম্বর ২০১৩