Wednesday, May 28, 2014

কুহেলিকা মিত্র

কুহেলিকা মিত্রের প্রতি                                           শেখর রায়  
      

অনন্ত কাল শুধু হাঁটছি
আর হাঁটছি
তবু শেষ হোল নাকো পথ

অতলান্ত থেকে প্রশান্ত
সমুদ্রগভীর হৃদয় খোঁজে
অমুল্য রতন

দীপান্বিতা যেন কথার কথা
তাঁর অনুজ্জ্বল দীপশিখার ক্ষীণ আলোয়
অস্পষ্ট পথরেখা
যেন পথ মেলে নাকো পথে

তবু হাঁটছি
অনন্ত কাল শুধু হাঁটছি
আর দেখছি
এক মিত্রহীন কুহেলিকা
চলে গেছে অনেক অনেক দূরে ।


কুহেলিকা মিত্র 

একদিন পথে যেতে যেতে দুজনে
দুদিকের শুভ্র কাশবনে
দেখি, সেই ভর সন্ধ্যায় জ্বলে
জোনাকমালিকা
যেন এক নক্ষত্রপুন্জ এসেছে নেমে
কোপাই এর বিবর্ণ প্রাঙ্গনে
তোমার কি মনে পড়ে
হে মিত্র কুহেলিকা ?  

কুহেলিকা মিত্র ২

আমার সম্মুখে সুদীর্ঘ নদী
তবু আমি তৃষ্ণার্ত
কুহেলিকা মিত্র।
কোন এক অমর্ত্য সঙ্গিতে জেগেছিল সুর
নদীর কলস্বনে,
অনাবিল ছন্দিত মন্ত্রে
অনুচ্ছারিত সেই মিথ
ভেসেছিল জলজ উচ্ছাসে
তবু কেন অরন্যবহ্নি সমস্ত বুক জুড়ে আর
অব্যক্ত কোন এক নিদারুন শঙ্কা
হে মিত্র কুহেলিকা ।

..................